ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

এক আসনেই মনোনয়ন চান বাবা-ছেলে

২০২৫ এপ্রিল ১৩ ১১:৫৯:৫৬
এক আসনেই মনোনয়ন চান বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা চোখে পড়ার মতো। এ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার ছেলে ইসরাফিল মাহমুদ চৌধুরী।

১৯৯১ সালে খালেদা জিয়া এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয়ী হন আমির খসরু। এরপর ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি জয়ী হন। তবে ২০০৮ সাল থেকে টানা তিনটি নির্বাচনে আওয়ামী লীগের এমএ লতিফ এ আসনে জয়ী হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, আমির খসরু চট্টগ্রাম-১০ আসনেরও মনোনয়নপ্রত্যাশী। সেক্ষেত্রে চট্টগ্রাম-১১ আসনের মনোনয়ন ছেলে ইসরাফিলের জন্য ছেড়ে দিতে পারেন। ইতোমধ্যে ইসরাফিল মাহমুদও নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। তিনি বিএনপির পররাষ্ট্র উপকমিটির সদস্য।

এক ইফতার মাহফিলে ইসরাফিল মাহমুদ বলেন, “আমি কখনো ক্ষমতা বা জনপ্রতিনিধিত্বের ইচ্ছা নিয়ে কাজ করিনি। সব সময় দলের স্বার্থে কাজ করেছি। দল চাইলে আমি প্রস্তুত।”

চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শফিউল আলমকে মনোনয়ন দিয়েছে। তিনি জনসংযোগ শুরু করেছেন এবং বলেন, “আমি চাই এ আসনকে চাঁদাবাজি, দখলবাজিমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়তে।”

এ আসনে পতেঙ্গা, বন্দর, সদরঘাট, ইপিজেড ও ডবলমুরিং থানার অংশসহ ২৭-৩০ ও ৩৬-৪১ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর, বিমানবন্দর, ইপিজেড ও বিভিন্ন কৌশলগত স্থাপনা।

দীর্ঘদিন বিএনপির দখলে থাকা এ আসনে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না বলে দাবি বিএনপির তৃণমূলের। অন্যদিকে জামায়াত ও বিএনপির সক্রিয়তায় চট্টগ্রাম-১১ আসনে ভোটযুদ্ধ জমে উঠেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে