ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা: ডিভিডেন্ড বিতরণে বড় পরিবর্তন

২০২৫ মার্চ ১৪ ১০:০৯:৪৭
বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা: ডিভিডেন্ড বিতরণে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক এবার ব্যাংকগুলোর ডিভিডেন্ড বিতরণে কঠোর নিয়ম জারি করেছে। এর ফলে ব্যাংকগুলোর মুনাফা, শেয়ারহোল্ডারদের স্বার্থ এবং আর্থিক ভিত্তি বিশ্লেষণ করে নির্ধারিত হবে কে কত ডিভিডেন্ড দিতে পারবে।

নতুন নীতিমালা অনুযায়ী, ডিভিডেন্ড ঘোষণার পরিমাণ কোনোভাবেই পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের বেশি হবে না।

বেসরকারি ব্যাংকগুলো প্রতি বছর তাদের শেয়ারহোল্ডারদের নগদ এবং স্টক (বোনাস) ডিভিডেন্ড প্রদান করে থাকে। তবে এবার বাংলাদেশের ব্যাংক খাতে আর্থিক চাপের কারণে নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোকে তাদের আর্থিক অবস্থান ভালোভাবে মূল্যায়ন করে ডিভিডেন্ড বিতরণ করতে হবে।

ডিভিডেন্ড বিতরণের শর্ত:

মুনাফা: ব্যাংকগুলো কেবলমাত্র তাদের বছরে অর্জিত মুনাফা থেকে নগদ ডিভিডেন্ড দিতে পারবে। পুরনো মুনাফা থেকে কোন ডিভিডেন্ড দেওয়া যাবে না।

খেলাপি ঋণ ও বিনিয়োগের হার: যেসব ব্যাংকের খেলাপি ঋণ বা বিনিয়োগের হার ১০ শতাংশের বেশি, তারা ডিভিডেন্ড দিতে পারবে না।

নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি: যেসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি থাকবে, তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না।

ক্যাপিটাল কনজারভেশন বাফার: যেসব ব্যাংক ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ১৫ শতাংশের কম মূলধন সংরক্ষণ করবে, তারা সীমিত পরিমাণে ডিভিডেন্ড দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক এই নীতিমালার মাধ্যমে নির্ধারণ করেছে, নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ সহ অন্যান্য ব্যয়ের পর যেসব ব্যাংক ১৫ শতাংশ মূলধন সংরক্ষণ করতে সক্ষম, তারা তাদের সামর্থ্য অনুযায়ী ডিভিডেন্ড দিতে পারবে। তবে, সেই ব্যাংকগুলোর জন্য ডিভিডেন্ড পে আউট রেশিও ৫০ শতাংশের বেশি হবে না।

তাছাড়া, যেসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি এবং অন্যান্য ব্যয়ের ঘাটতি থাকবে, তারা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, অতীতে এমন অনেক ব্যাংক ছিল যেগুলো লোকসান করেও বড় অঙ্কের মুনাফা ঘোষণা করেছে এবং তারপরেও বড় আকারে ডিভিডেন্ড প্রদান করেছে। এভাবে, ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি আরও নাজুক হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, দেশে ডিজিটাল লেনদেনের উন্নতি ঘটানোর পাশাপাশি ব্যাংকগুলোকে নগদ টাকার ব্যবহার কমানোর দিকে যেতে হবে। ইতিমধ্যে ‘বিনিময়’ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যাংকগুলো সহজেই আন্তঃব্যাংক লেনদেন করতে পারবে।

এই নীতিমালা চলতি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের ডিভিডেন্ড ঘোষণার সময় কার্যকর হবে এবং আগামী বছর থেকে এই নিয়ম অনুসরণ করতে হবে।

জাহিদ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে