ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি

২০২৫ মার্চ ১৩ ১৯:১১:৫৭
আত্মসমর্পণের ইঙ্গিত দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি নাজমুল ইসলাম তাঁর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন। বুধবার রাত ১টার দিকে পোস্টটি দেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নাজমুল ইসলাম তার পোস্টে লিখেছেন, "একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো। আমাদের যাদের ভবিষ্যতে দেশে রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের প্রত্যেককেই আত্মসমর্পণের প্রস্ততি নিতে হবে। আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি, আমরা নির্দোষ নাকি অপরাধী? খুব শিগগিরই আমি এই কাজটি করব। কাপুরুষের মতো পালিয়ে থেকে বাঁচার চেয়ে, কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করাটাই আমার কাছে সম্মানের।"

পোস্টের পর সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য আসতে থাকে। কিছু মানুষ নাজমুল ইসলামের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আবার কিছু মানুষ বলছেন, এখন আত্মসমর্পণ করার সময় নয় এবং এর ফলে বিপদ হতে পারে।

- হুমায়ুন এ জনি লিখেছেন, "আর ভাল্লাগে না ভাই। রাজনীতির পাঠশালা কারাগারে থেকে নতুন করে শুরু করি।"

- এম সরওয়ার জাহান মামুন বলেছেন, "সঠিক সিদ্ধান্ত। কারণ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।"

- স্বপন আহমদ লিখেছেন, "এটাই একজন রাজনীতিবিদের সঠিক সিদ্ধান্ত।"

- এস এ সাদিক মন্তব্য করেছেন, "ভাই, জীবনেও ধরা দিও না। ভালা বুদ্ধি দেয়ার অন্য দেশে স্থায়ী বসবাসের চিন্তা কর। আপাতত জীবিত থাকলে পরে রাজনীতি।"

- দিলসাদ আহমদ বলেছেন, "প্রকৃত রাজনৈতিক নেতার চিন্তা চেতনা এই রকমই থাকা প্রয়োজন।"

- ফুয়াদ আল আমিন মন্তব্য করেন, "এই সাহস যদি করেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশের পটপরিবর্তনের আন্দোলনে নেতাকর্মীদের আলাদা একটি শক্তি সঞ্চালন করবে।"

নাজমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ৫ আগস্টের পর তিনি ভারতে চলে যান এবং বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

এই পোস্টটি সিলেট জেলা ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আগামীদিনে তার পদক্ষেপ কী হবে তা নিয়ে অনেকে মন্তব্য করেছেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে