ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

মাহফুজ আলমের বিরুদ্ধে জামায়াতের বিস্ফোরক বিবৃতি

২০২৫ মার্চ ১৩ ১৯:০৪:২০
মাহফুজ আলমের বিরুদ্ধে জামায়াতের বিস্ফোরক বিবৃতি

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের যুদ্ধাপরাধের অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি এক বিবৃতিতে মাহফুজ আলমের মন্তব্যকে 'বিস্ময়কর' ও 'মিথ্যা' বলে অভিহিত করেছেন।

মাহফুজ আলম সম্প্রতি এক ফেসবুক পোস্টে বলেন, "জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল," যা নিয়ে জামায়াতের শীর্ষ নেতা মিয়া গোলাম পরওয়ার গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "মাহফুজ আলমের বক্তব্য এমন এক ভিত্তিহীন ও অসত্য যে, এটি প্রতিবেশী দেশের গুপ্তচরের কথার মতোই শোনা যায়।"

এছাড়া, মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্যের মধ্যে মাহফুজ আলমের রাজনৈতিক ভূমিকার প্রতি একটি তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, মাহফুজ আলম একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সমালোচনা করতে কোনো অধিকার রাখেন না।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ১৯৭১ সালে জামায়াতের যুদ্ধাপরাধের সাথে সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, "শেখ মুজিবুর রহমানের আমলে যুদ্ধাপরাধের জন্য তদন্ত কমিশন গঠন করা হলেও জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি।"

এদিকে, জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার নাগরিকত্ব ফিরে পাওয়ার বিষয়টি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের নেতাদের বিরুদ্ধে বর্তমান সরকার যে মামলা করেছে, তা দেশে বা বিদেশে গ্রহণযোগ্য হয়নি বলে তিনি দাবি করেন।

মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য ছিল, মাহফুজ আলমের মন্তব্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করতে চাচ্ছেন।

অধ্যাপক গোলাম পরওয়ার একে 'রাজনৈতিক অসৎ উদ্দেশ্য' হিসেবে উল্লেখ করে বলেন, মাহফুজ আলম জামায়াত সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, মাহফুজ আলম তার এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে জামায়াতের বিষয়ে এমন অসত্য মন্তব্য করবেন না।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে