ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Sharenews24

ঈদে ট্রেনের টিকিট কেনার নতুন পদ্ধতি

২০২৫ মার্চ ১৩ ১৯:১৯:২৫
ঈদে ট্রেনের টিকিট কেনার নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক : এই ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার ঈদ উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে।

টিকিট কাটা প্রক্রিয়ায়, সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হবে। তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গত ঈদুল আজহায়ও শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছিল, তবে অনেক যাত্রীই কালোবাজারিদের খপ্পরে পড়েন এবং প্রয়োজনীয় টিকিট পেতে ভোগান্তি শিকার হন। যাত্রীদের দুটো প্রধান সমস্যা ছিল—এক, নেটের ধীর গতির কারণে টিকিট কাটতে সমস্যা, আর দ্বিতীয়ত, যেহেতু অনলাইনে টিকিট কিনতে পাওয়া যায় না, অনেকেই কালোবাজারিদের কাছে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হন।

এছাড়া, কিছু কালোবাজারি একসাথে চারটি টিকিট কিনে সেগুলো আবার বেশি দামে বিক্রি করে থাকে। তারা কখনো বলেন যে, "পরিবারের জন্য টিকিট কিনেছি, কিন্তু অসুস্থতার কারণে যেতে পারছি না," তারপর সেই টিকিট বিক্রি করে দেয়। অনেক সময় দেখা যায়, অন্য একজনের নাম দিয়ে টিকিট কেটে আবার অন্য ব্যক্তি ভ্রমণ করে।

এ কারণে, এবার কালোবাজারি ঠেকাতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। অর্থাৎ, কেউ যদি অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করতে যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষ এটিকে 'টিকিট যার, ভ্রমণ তার' নামকরণ করেছে।

এটি বাস্তবায়িত হলে, রেলওয়ে এবং যাত্রীদের জন্য লাভজনক হবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে