ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

বাংলাদেশের পাঠ্যবইয়ে মানচিত্রে ভুল, চীনের আপত্তি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১০:৫৩:০৬
বাংলাদেশের পাঠ্যবইয়ে মানচিত্রে ভুল, চীনের আপত্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে চীন তীব্র আপত্তি জানিয়েছে। চীন দাবি করেছে, প্রাচীনকাল থেকেই এই অঞ্চলগুলো তাদের অংশ এবং এটি একটি ‘তথ্য বিভ্রাট’। এছাড়া, চীন অভিযোগ করেছে যে, বাংলাদেশের পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে হংকং এবং তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা চীনের মতে অসত্য।

এ বিষয়ে কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে চীন বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে এসব ভুল সংশোধনের অনুরোধ করেছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সংশোধনের জন্য আরও কিছু সময় প্রয়োজন। জানানো হয়েছে যে, নতুন পাঠ্যবইয়ের ছাপানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাই এখন সংশোধন সম্ভব নয়। তাছাড়া জরিপ অধিদপ্তরের মানচিত্রের বিষয়টি আরও জটিল বলে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেও, ঢাকা চীনের কাছে অনুরোধ জানিয়েছে যে, চাপ না বাড়ানোর জন্য এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করার দিকে মনোনিবেশ করতে।

এস এম হক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে