ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে মূলধন ফিরেছে ৯ হাজার কোটি টাকার বেশি

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৫:২২:৫১
শেয়ারবাজারে মূলধন ফিরেছে ৯ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি) ধারাবাহিক উত্থানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন ফিরেছে ৯ হাজার ১০৫ কোটি টাকার বেশি।

আগের সপ্তাহে (২৬-৩০ জানুয়ারি) মূলধন ফিরেছিল প্রায় সোয়া ৪ হাজার কোটি টাকা। এতে দেখা যায়, গত দুই সপ্তাহে ১৩ হাজার কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচকের বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৮ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৯.১৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৯.০৫ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১২.৯০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৩.৮২ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭.৮০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৫টি, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৭১ কোটি ২৩ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা বা ২৫.৮৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা। সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা বা ১.৩৭ শতাংশ।

অন্যদিকে, দায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.১৬ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১২.২৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১০২.০৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০৩.০১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৮০ টাকার।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৪ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার ৭৯৫ টাকা বা ৬২.১৯ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে