ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে দ্বিগুন খরচ

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ০০:৩০:১৫
অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে দ্বিগুন খরচ

নিজস্ব প্রতিবেদক: অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গ্রাহকদের বাড়তি চার্জ গুণতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যেখানে এক ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০ টাকা চার্জ নেওয়া হবে, যা এতদিন ১৫ টাকা ছিল।

তবে, প্রথম পাঁচটি লেনদেনে (প্রতিবার সর্বোচ্চ ২০,০০০ টাকা উত্তোলন) আগের মতো ১৫ টাকা চার্জ বহাল থাকবে। কিন্তু পাঁচটির পর থেকে প্রতিবার টাকা উত্তোলনে ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে, যা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী:✅ এটিএম থেকে টাকা তোলার চার্জ: - অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে প্রথম ৫ লেনদেনের জন্য ১৫ টাকা, এরপর ৩০ টাকা।

- প্রতিবার সর্বোচ্চ ২০,০০০ টাকা উত্তোলন করা যাবে।

✅ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলেও খরচ বাড়বে: - অন্য ব্যাংকের এটিএম বুথে ব্যালেন্স চেক বা সংক্ষিপ্ত বিবরণী দেখতে চাইলে ভ্যাটসহ ৫ টাকা চার্জ দিতে হবে।

✅ তহবিল স্থানান্তরের (Fund Transfer) ক্ষেত্রে:

- অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে ১০ টাকা সার্ভিস চার্জ গুণতে হবে।

✅ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) লেনদেন সীমা: - মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে।

✅ POS (Point of Sale) ব্যবহার করে নগদ উত্তোলন:- লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হবে।

✅ ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার: - ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারে ১০ টাকা সার্ভিস চার্জ কাটবে ব্যাংক।

✅ অনলাইনে আয়কর পরিশোধ ও সরকারি পরিষেবা: - ২৫,০০০ টাকার নিচে লেনদেনে ২০ টাকা চার্জ, - ২৫,০০০ টাকার ওপরে লেনদেনে ৫০ টাকা চার্জ।

✅ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) বা PSP Wallet লেনদেন:- লেনদেন প্রতি ১% চার্জ বা সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত চার্জ লাগবে।

- এ ধরনের লেনদেনে চার্জব্যাক সুবিধা থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের এই নতুন নির্দেশনার ফলে গ্রাহকদের জন্য অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে খরচ বাড়বে। বিশেষ করে যারা নিয়মিতভাবে অন্য ব্যাংকের বুথ ব্যবহার করেন, তাদের জন্য এটি বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।

সোহেল/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে