ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

আতঙ্ক কাটছে বিনিয়োগকারীদের, সূচক ও লেনদেনে উত্থানের আভাস

২০২৫ মার্চ ১১ ১৪:৩২:৩৪
আতঙ্ক কাটছে বিনিয়োগকারীদের, সূচক ও লেনদেনে উত্থানের আভাস

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১১ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনও বেড়েছে। পাশপাশি উভয় বাজারে আজ লেনদেনও হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন চার কর্মদিবস পর আজ চার’শ কোটি টাকা অতিক্রম করেছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন দ্বিগুণের বেশি হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন যাবত শেয়ারবাজারে আতঙ্ক বিরাজ করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে শেয়ারবাজার তুলকালাম কান্ডের অবতারণ হয়। যা আগের থেকে শেয়ারবাজারে বিরাজমান অস্থিরতা আরও ঘনীভূত হয়। বিএসইসির স্থায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হলে তারা কাবু হয়ে যায় এবং কমিশননের পদত্যাগ থেকে সরে দাঁড়ায়। তবে বিএসইসিতে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, বর্তমান কমিশনকে সহযোগিতা করার আশ্বাস নিয়ে অবশেষে কমিশনের পাশে দাঁড়ায় ডিএসই, সিএসই-সহ কয়েকটি স্টেকহোল্ডার। যার ফলে আগেরদিন সোমবার থেকে বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। তারই ধারাবাহিকতায় আজও বাজার ইতিবাচক দেখা যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের প্রভাবশালী স্টকহোল্ডাররা যদি সত্যি সত্যি কমিশনের পাশে বাজারকে ভালো করার প্রত্যয় নিয়ে দাঁড়ায়, তাহলে বাজার সত্যি সত্যি ভালো হবে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ৮.৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬ লাখ টাকার। শেয়ার লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৪৫ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৯ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল শূন্য দশমিক ০৫ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে