ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

নিজ বাসায় খুন হলেন কলেজের উপাধ্যক্ষ নেপথ্যে যে কারণ

২০২৫ মার্চ ১১ ১১:৪৩:৪৬
নিজ বাসায় খুন হলেন কলেজের উপাধ্যক্ষ নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকায় হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. সাইফুর রহমান ভুঁইয়া খুন হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে দুর্বৃত্তদের হাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হত্যার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলেজটির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. রিয়াজুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। আরও জানা গেছে, কলেজটির সাবেক আরেক শিক্ষার্থী রেজাউল রায়হান জানিয়েছেন, সাইফুর রহমান ভূঁইয়াকে সেহেরির সময় দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এবং তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ ছিল।

রেজাউল রায়হান জানান, সরকার পরিবর্তনের পর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষসহ কলেজের অধিকাংশ শিক্ষককে পদত্যাগ করিয়ে নতুন করে পদোন্নতির দাবি জানান। এর পর সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি এক সময় বিএনপির মতাদর্শী হলেও, আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যার পর কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করেন। এই আন্দোলনের কারণে কলেজে শিক্ষক-কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি হয়েছিল বলে জানা গেছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে