ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

যে কারণে এবার ঈদে নতুন নোট বিনিময় হবে না

২০২৫ মার্চ ১০ ২২:৩৭:০২
যে কারণে এবার ঈদে নতুন নোট বিনিময় হবে না

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক আসন্ন ঈদ-উল-ফিতরের সময় নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করেছে।

সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আনা সম্ভব হয়নি।

এরফলে ব্যাংকের শাখায় আগের ডিজাইনের নতুন নোটগুলোও বাজারে ছাড়ার পরিবর্তে পুনঃপ্রচলনযোগ্য টাকার মাধ্যমে লেনদেন করা হবে।

তবে জানা গেছে, আগামী মে মাসে নতুন ডিজাইনের নোট বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগে যে ঘোষণা করা হয়েছিল তা অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ঢাকার ৮০টি ব্যাংক শাখা থেকে ৫, ২০, ৫০ টাকার নতুন নোট বিনিময়ের কথা ছিল, কিন্তু আজকের চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত হলেও অন্যান্য লেনদেন সাধারণভাবে চলবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ব্যাংক কর্মকর্তারাও এবার নতুন নোট পাবেন না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে আগামী মে মাসে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এর জন্য কালি ও কাগজ কেনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, নতুন নোটের ডিজাইন ঠিক করা হয়েছে এবং আগামী এপ্রিল বা মে মাসে তা বাজারে আসবে।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে