ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটের মুখে দুই শেয়ার

২০২৫ মার্চ ১১ ১১:৪২:০৫
লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটের মুখে দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে দুই কোম্পানির শেয়ার। এ সময়ে কোম্পানিগুলোর শেয়ারে লাখ লাখ ক্রেতার জমায়েত দেখা গেলেও বিক্রেতারা নিখোঁজ রয়েছে।

কোম্পানি দুটি হলো-প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও শিকদার জেনারেল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আগের দিন প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং প্রাইজ ছিল ৩৯ টাকা ১০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৪১ টাকা ১০ পয়সায়। তারপর কিছুক্ষণের মধ্যেই ৪৩ টাকায় ওঠে হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। কোম্পানিটির শেয়ার গত ৫ কর্মদিবসও ইতিবাচক ছিল। এর আগে গত ৪ মার্চ শেয়ারটির দাম ছিল ৩২ টাকা ৪০ পয়সায়।

অন্যদিকে, আগের দিন প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং প্রাইজ ছিল ২০ টাকা ৫০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ২১ টাকা ৮০ পয়সায়। কিছুক্ষণের মধ্যেই ২২ টাকা ৫০ পয়সায় ওঠে হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা বা ৯.৭৬ শতাংশ। কোম্পানিটির শেয়ার আগের দিন নেতিবাচক প্রবণতায় ছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে