ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারি হলো আরো ৩ স্কুল

২০২৫ মার্চ ১১ ১৫:৪৫:৩২
সরকারি হলো আরো ৩ স্কুল

নিজস্ব প্রতিবেদক : নতুন করে দেশের আরো তিনটি মাধ্যমিক স্কুল সরকারি করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় নাম পরিবর্তন করে আমিন জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়।

ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় হবে ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়। রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় হবে রাজশাহী সরকারি পাটকল উচ্চ বিদ্যালয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে