ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ

২০২৫ মার্চ ১১ ১৪:৫৮:৪২
সুধা সদনসহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে থাকা উল্লেখযোগ্য সম্পত্তি।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

জব্দ করা সম্পত্তির মধ্যে জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমি সহ 'সুধা সদন' এবং ধানমন্ডি আবাসিক এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের লে-আউট প্ল্যানের ০.২৬৪০ একর জমিতে নির্মিত যাবতীয় ইমারতাদি রয়েছে।

শেখ রেহানার নামে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নে দুটি দলিলে ৯.৬০ শতাংশ জমি এবং ঢাকার সেগুনবাগিচার ইস্টার্ন ভিলায় একটি ফ্ল্যাট রয়েছে।

শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে গুলশান আবাসিক এলাকায় ইস্টার্ন হারমনি ভবনে একটি ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানের নিকেতন এলাকায় ০২০১.১ শতাংশ ভূমির ওপর নির্মিত ৭ তলা ভবন রয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করেছে,অভিযুক্ত ব্যক্তিরা তাদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। এই কারণে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এবং তদন্তের স্বার্থে তাদের সম্পত্তির মালিকানা পরিবর্তন বা হস্তান্তর হতে বাধা দিতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে