ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

বিজিবি কোয়ার্টারে আগুন লাগার বিষয়ে যা বললো সদর দপ্তর

২০২৫ মার্চ ১১ ১০:৪৫:৫২
বিজিবি কোয়ার্টারে আগুন লাগার বিষয়ে যা বললো সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঝিগাতলায় বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে আগুন লাগার ঘটনাটি নিয়ে বিজিবি সদর দপ্তর থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া তথ্যে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। তিনি জানান, প্রকৃতপক্ষে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল, তবে আগুন ছিল খুবই স্বল্প পরিসরের। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিজিবির সদর দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এছাড়া, আগুনে দুই শিশু ও দুই নারী আহত হওয়ার তথ্যও যথাযথ নয় বলে দাবি করেন তিনি।

এদিকে, সোমবার রাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তার বরাতে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে জানানো হয়, ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের ডিউটি অফিসার শাহজাহান হোসাইন জানিয়েছিলেন, বিজিবি সদর দপ্তর আবাসিক কোয়ার্টারে আগুন লাগার খবর পেয়ে প্রথমে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়, তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজন শিশু এবং দুজন নারী ছিলেন।

সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে, এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৭টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে