ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পাচার হওয়া কয়েকশ কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব

২০২৫ মার্চ ১১ ১৪:১৬:৪৮
পাচার হওয়া কয়েকশ কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার চলতি বছরের মধ্যেই ফেরত আনা সম্ভব।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পাচার করা অর্থ ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা বিশাল অঙ্কের টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। তবে সব টাকা ফিরিয়ে আনার জন্য কিছুটা সময় লাগবে। পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে এবং তারা বিভিন্ন দেশে অবস্থান করছে। এদিকে, এ বিষয়ে কিছু আইনি পদক্ষেপও রয়েছে, যেগুলি বিদেশের সঙ্গে সম্পর্কিত। এইসব বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছি। এর জন্য বিদেশের সঙ্গে কিছু আইনি চুক্তি করা প্রয়োজন, এবং আগামী মাসে আরও বিস্তারিত জানানো হবে।”

সাংবাদিকরা যখন জানতে চান, “আপনারা কি কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনতে সক্ষম হবেন?” তখন অর্থ উপদেষ্টা বলেন, “হ্যাঁ, এটি সম্ভব। অনেক সময় ১১-১২ জনকে শনাক্ত করা গেছে, যাদের মধ্যে অনেকের কাছে ২০০ কোটি টাকার ওপরে অর্থ রয়েছে। সব মিলিয়ে আমরা হয়তো এই অর্থ ফিরিয়ে আনতে পারব।”

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে