ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

বীণা সিক্রির বক্তব্যের জবাবে যা বললেন জামায়াতের সেক্রেটারি

২০২৫ মার্চ ১১ ১০:০২:৫৪
বীণা সিক্রির বক্তব্যের জবাবে যা বললেন জামায়াতের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক : ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিক বীণা সিক্রির জামায়াত সম্পর্কিত মন্তব্যকে "ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মিথ্যাচার" হিসেবে উল্লেখ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বীণা সিক্রির জামায়াত সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি দাবি করেন, বীণা সিক্রির মন্তব্যগুলোর মধ্যে সত্যের কোনো অস্তিত্ব নেই, এবং এগুলো রাজনৈতিকভাবে জামায়াতকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, বীণা সিক্রি যে অভিযোগ করেছেন যে, জামায়াত আইএসআইর বাহক ছিল এবং পাকিস্তানের প্রভাবের মাধ্যমে কাজ করছিল, তা সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, জামায়াত বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করছে এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা কখনও অস্ত্র লুট করেনি। গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন যে, বীণা সিক্রি ভবিষ্যতে জামায়াত ও ছাত্রশিবির সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করা থেকে বিরত থাকবেন এবং দুঃখ প্রকাশ করবেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে