ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘জঙ্গি অপবাদ থেকে মুক্তি পেয়েছি’

২০২৫ মার্চ ১১ ১১:২৭:৩৮
‘জঙ্গি অপবাদ থেকে মুক্তি পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় খালাস দিয়েছেন চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। ১০ মার্চ, ২০২৫, সোমবার এই রায় দেন বিচারক মো. আবু হান্নান। এর ফলে ২০১৫ সালে হামজা ব্রিগেডকে অর্থায়ন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ২৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ হয়ে গেছে।

এছাড়া, আদালত জানিয়েছে যে মামলার একাধিক সাক্ষী দীর্ঘদিন ধরে সাক্ষ্য দিতে আসেননি এবং মাত্র একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা মামলার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বলেন, "এটি ছিল মিথ্যা সাজানো মামলা। আমি ১০ মাস জেল খেটেছি এবং ৬ বছর দেশের বাইরে থেকেছি। দীর্ঘ ১০ বছর ধরে জঙ্গি অপবাদ বইতে হয়েছে। আল্লাহর রহমতে আমি এখন এ বদনাম থেকে খালাস পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ।"

এ মামলাটি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দায়ের করা হয়। অভিযোগ ছিল, হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর (র.)-এ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে এবং এর পরবর্তী সময়ে চট্টগ্রামে আরও দুটি জঙ্গি সরঞ্জাম ও অস্ত্র উদ্ধারের ঘটনায় র‍্যাব ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে অভিযুক্ত করে।

এর আগে, শাকিলা ফারজানা এই মামলার জন্য দীর্ঘদিন ধরে আইনগত লড়াই চালিয়ে আসছিলেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে