ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

চার কোম্পানির ওপর ভর করে শেয়ারবাজারে উত্থান

২০২৫ মার্চ ১১ ১৫:২৪:৫৬
চার কোম্পানির ওপর ভর করে শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন ছিল ইতিবাচক। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও চারশ’ কোটি টাকার ঘর অতিক্রম করছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন দ্বিগুণের বেশি হয়েছে। যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক বলছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮২টির শেয়ার দর বাড়ার কারণে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। তবে এই উত্থানে বড় ভূমিকা রেখেছে ৪ কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো : বিকন ফার্মা, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্টের কিছু বেশি। আর চার কোম্পানির শেয়ার ইতিবাচক থাকার কারণে সূচক বেড়েছে সাড়ে ৬ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক উত্থানের শীর্ষ কোম্পানি ছিল বিকন ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৯১ পয়েন্ট।

ডিএসইর সূচক উত্থানের দ্বিতীয় কোম্পানি ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৫৪ পয়েন্ট।

আজ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা। যে কারণে যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৪৯ পয়েন্ট এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৪৩ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে