ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন, নতুন সূচি জানাল বিসিবি

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২০:৪৯:৫২
বিপিএল ফাইনালের সময় পরিবর্তন, নতুন সূচি জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বিপিএল ফাইনালের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ফাইনাল ম্যাচটি শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে এখন এটি এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে।

এ সিদ্ধান্তটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এবারের বিপিএল ফাইনালে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলছে ফরচুন বরিশাল। তারা প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, চিটাগং কিংস দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে।

এখন ফাইনালের জন্য প্রতীক্ষা করছে বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী, যারা উন্মুখ হয়ে রয়েছেন এই দারুণ ম্যাচটি দেখার জন্য।

কেএইচ

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে