ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এসপিদের ওপর নিয়ন্ত্রণ চান ডিসিরা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২০:৩৫:৩১
এসপিদের ওপর নিয়ন্ত্রণ চান ডিসিরা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম শুরু করেছে। প্রশাসনেও সংস্কার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর প্রেক্ষাপটে জেলা পুলিশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চান মাঠ প্রশাসনের কর্মকর্তারা। ৪৮ বছর আগে স্থগিত হওয়া একটি বিধি পুনরুজ্জীবিত করে জেলা পুলিশ সুপারের (এসপি) বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) লেখার দায়িত্ব জেলা প্রশাসকের (ডিসি) হাতে এবং থানার অফিসার ইনচার্জের (ওসি) এসিআর লেখার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে দিতে প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও ডিসিরা ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের প্রাক্কালে এসব প্রস্তাব পাঠিয়েছেন।

মন্ত্রিপরিষদের সচিব প্রস্তাবগুলো পর্যালোচনা করবেন এবং ডিসি সম্মেলনের আলোচনার জন্য কার্যপত্র প্রস্তুত করবেন।

বর্তমানে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলনের প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছেন, ডিসিদের কাছ থেকে বর্তমানে আরও প্রস্তাব আসছে, যা গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির আলোকে তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ও ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস (ইপিসিএস) কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে ১৯৭৭ সালে এসপিদের এসিআর লেখার দায়িত্ব ডিসিদের থেকে প্রত্যাহার করা হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলা প্রশাসনের কর্মকর্তারা সেই ক্ষমতা পুনরুদ্ধার করতে উদ্যোগী হয়েছেন।

এ বিষয়ে ডিসি ও ইউএনওদের অভিযোগ, এসপি ও ওসিদের নিয়ন্ত্রণ না থাকায় তারা আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে নিয়মিত অংশ গ্রহণ না করে প্রতিনিধি পাঠান।

সাতক্ষীরার ডিসি এসপিদের এসিআর ডিসিদের অধীনে রাখার উদ্দেশ্য দেখিয়ে বলেছেন, পুলিশের ওপর প্রশাসনের দাপ্তরিক নিয়ন্ত্রণ না থাকায় কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়।

গাইবান্ধার ডিসি তার প্রস্তাবে যুক্তি তুলে ধরে বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের প্রধান দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা এবং এক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের আচরণ ও সম্পর্কের ব্যাপারে প্রতিবেদন দিতে না পারা ডিসিকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে।

এ বিষয়ে পুলিশের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের যুক্তি হলো, পুলিশ একটি বিশেষায়িত বাহিনী এবং তাদের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে। এসপিদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। ডিসিদের নিয়ন্ত্রণে থাকলে তাদের কাজের স্বাধীনতা কমে যেতে পারে এবং এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে