ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনের তকমা নিয়ে সামনে এলো বিমার শেয়ার

২০২৫ জানুয়ারি ২৭ ১৬:৫৪:৩৯
পতনের তকমা নিয়ে সামনে এলো বিমার শেয়ার

নিজস্ব প্রতিবেদক: এক সময় দেশের শেয়ারবাজারে বিমা কোম্পানিগুলোর শেয়ার ছিল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে। সেই সময় বিমা কোম্পানিগুলোর শেয়ার ছিল আধিপত্য নিয়ে দাম বৃদ্ধি ও লেনদেনের শীর্ষ তালিকায়।

কিন্তু এখন আর বিমা কোম্পানিগুলোর সেই ক্রেজ নেই। বিনিয়োগকারীদের আগ্রহেও দেখা দিয়েছে বড় ভাটা। যে কারণে এখন বিমার শেয়ার দাম বৃদ্ধি কিংবা লেনদেনের তালিকায় খুব একটা অবস্থান করে না। পেছনের কাতারেই কোন রকমে অবস্থান করছে বিমা কোম্পানিগুলোর শেয়ার।

তবে মাঝেমধ্যে পতনের তালিকায় বিমা কোম্পানির শেয়ার জোরেসোরে এসে হাজির হয়। তেমনি আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছে বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্সুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার আজ ৩ টাকা ৪০ পয়সা বা ৬.০২ শতাংশ পতন নিয়ে ডিএসইতে পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

এদিন এক্সপ্রেস ইন্সুরেন্সের ৫ লাখ ৯৩ হাজার ৬০১টি শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটি আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫৬ টাকা ৪০ পয়সায় এবং সর্বনিম্ন লেনদে হয়েছে ৫১ টাকা ৭০ পয়সায়। আগেরদিন এর ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ৫০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ৫৩ টাকা ১০ পয়সায় ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জানুয়ারি শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬২ টাকা ৯০ পয়সায়। ওইদিন শেয়ারটি ৬৩ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এরপর শেয়ারটির দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায় এবং লেনদেনেও স্থবিরতা নেমে আসে।

আজ (সোমবার) শেয়ারটির দামে বড় পতন হলেও, লেনদেনে বড় গতি লক্ষ্য করা গেছে। এমন লেনদেন কোম্পানিটির গত ২-৩ মাসের মধ্যে দেখা যায়নি। আর শেয়ার দামে এমন পতন গত কয়েক মাসের মধ্যে চোখে পড়েনি। যদিও আজ শেয়ারটির বড় পতনের পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য ছিল না।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বড় কোন বিনিয়োগকারী হয়তো শেয়ারটিতে বড় সেল প্রেসার দিয়েছেন, যে কারণে শেয়ারটির দামে বড় পতন দেখা গেছে। তারা বলছেন, বিমা খাতে যে কয়টি স্থিতিশীল শেয়ার রয়েছে, তারমধ্যে এটি অন্যতম। যদিও শেয়ারটির ‘বি’ ক্যাটাগরির অর্ন্তভুক্ত।

সর্বশেষ ২০২৩ সালে এক্সপ্রেস ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সমাপ্ত ২০২৪ অথবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪৬৪টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৫৮ শতাংশ শেয়ার।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে