ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভোটার তালিকা হালনাগাদে ইমাম ও পুরোহিতদের ভূমিকা নিয়ে ইসির নির্দেশনা

২০২৫ জানুয়ারি ১৫ ১৮:৪১:৩৩
ভোটার তালিকা হালনাগাদে ইমাম ও পুরোহিতদের ভূমিকা নিয়ে ইসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ কর্মকর্তাদের ইমাম, পুরোহিতসহ ধর্মীয় উপাসনালয়ের সহায়তা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ইসির পক্ষ থেকে ১৫ জানুয়ারি এক নির্দেশনায় বলা হয়েছে, মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে বা পরে ভোটার হালনাগাদ বিষয়ক ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে করে জনগণের মধ্যে এই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে। এই সময়কালে মাঠ কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন এবং সুপারভাইজাররা তথ্য যাচাই করবেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে:

- ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার পূর্বে জন্মগ্রহণকারীরা,

- পূর্ববর্তী তালিকায় যারা বাদ পড়েছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হবে,

- মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এছাড়া, যারা নতুন ভোটার হতে যাচ্ছেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে এবং সংশ্লিষ্ট উপাসনালয়ের মাধ্যমে এই প্রচারণার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করা হবে।

ইসি জানায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারের প্রয়োজন। মাঠ কর্মকর্তাদের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় মাইকিং ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করতে হবে। এই প্রচার কার্যক্রমে স্থানীয় মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ হবে, যেখানে ইমাম ও পুরোহিতরা ধর্মীয় কার্যক্রমের আগে বা পরে হালনাগাদ বিষয়ে জনগণকে জানিয়ে দেবেন।

এছাড়া, স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার কার্যক্রম চালানোর জন্যও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জনগণের মাঝে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে জনগণের কাছে এই তথ্য পৌঁছানো সহজ হবে, বিশেষত যেসব এলাকায় ধর্মীয় অনুষ্ঠানগুলোর গুরুত্ব বেশি। এছাড়া, মাইকিং ও অন্যান্য প্রচার মাধ্যমের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি আরো সুষ্ঠুভাবে এবং ব্যাপকভাবে চলতে সাহায্য করবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সকল উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। মাঠ কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়ন করে ভোটার তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে।

এই উদ্যোগটি ভোটার তালিকা হালনাগাদে মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরো সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালনা করতে সহায়তা করবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে