ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে বিসিবি পরিচালকের পদত্যাগের দাবি নিয়ে ক্লাবগুলো এক জোট

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:৪২:০২
যে কারণে বিসিবি পরিচালকের পদত্যাগের দাবি নিয়ে ক্লাবগুলো এক জোট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধে ঢাকার ক্লাবগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ক্লাব প্রতিনিধির সংখ্যা কমানোর প্রস্তাব নিয়ে বিরোধ শুরু হয়েছে, যার ফলস্বরূপ ক্রিকেট সংগঠকরা ফাহিমের পদত্যাগ দাবি করেছেন। তারা জানিয়েছেন, ফাহিম পদত্যাগ না করলে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেবেন না। একইসাথে তারা বয়কটের হুমকি দিয়েছে অন্য ঘরোয়া আসরগুলোতেও।

গতকাল, রাজধানীর একটি হোটেলে একজোট হওয়া ক্রিকেট সংগঠকরা ফাহিমের পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন, ফাহিমের কর্মকাণ্ড গঠনতন্ত্রের বিতর্কিত প্রস্তাবনা তৈরির মধ্যে দিয়ে পুরো ক্রিকেটের পরিবেশকে অস্থিতিশীল করেছে। এতে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্লাবগুলো বয়কটের হুমকি দিয়েছে।

প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেওয়ার জন্য ক্লাবগুলোর শর্ত হলো- ফাহিমের পদত্যাগ এবং বিতর্কিত প্রস্তাবনা প্রত্যাহার। যদি তাদের দাবি না মানা হয়, তবে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া লিগে ক্লাবগুলো অংশ নেবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে