ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভুয়া সংসদে ভুয়া এমপি-স্পিকার, জনগণের কণ্ঠ ছিনতাই: ড. ইউনূস জানালেন চমকপ্রদ তথ্য

২০২৫ জানুয়ারি ০৪ ২০:০১:৩৯
ভুয়া সংসদে ভুয়া এমপি-স্পিকার, জনগণের কণ্ঠ ছিনতাই: ড. ইউনূস জানালেন চমকপ্রদ তথ্য

বাংলাদেশে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু। তিনি বলেন, ওই নির্বাচনে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আরও বলেন, "গত তিনটি নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মানুষকে তাদের কণ্ঠস্বর ফিরে পেতে দেওয়া হয়নি।" তিনি আরও বলেন, "এখন পুরো দেশ তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, যা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল।"

রূপা হক বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এই প্রেক্ষিতে, ড. ইউনূস জানান, আগামী জাতীয় নির্বাচন দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে: ডিসেম্বর ২০২৫ অথবা ২০২৬ সালের মাঝামাঝি।

তিনি বলেন, "নির্বাচনের সময়সূচি নির্ভর করবে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর।"

এসময় রূপা হক বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসার ইচ্ছা প্রকাশ করেন এবং চলতি পরিস্থিতি দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছেন বলে জানান।

এদিকে, ব্রিটিশ এমপির সঙ্গে আলোচনা করতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।

এই সাক্ষাতের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের জনগণের জন্য একটি বড় দিকনির্দেশনা হতে পারে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে