ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

ওষুধ রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

২০২৪ ডিসেম্বর ১৩ ২২:১৭:১৩
ওষুধ রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ থেকে ওষুধের রপ্তানি রেকর্ড পরিমাণ বেড়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজারের সন্ধান ও বড় রপ্তানি আদেশ পাওয়ার ফলে এই বৃদ্ধি ঘটেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, গত জুলাই থেকে নভেম্বর সময়কালে দেশে ওষুধ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫২.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২.৫৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে নভেম্বর মাসে রপ্তাণি হয়েছে ২২.৭৩ মিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসে ছিল ১৩.১৪ মিলিয়ন ডলার।

বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান বিকন মেডিকেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, সাধারণভাবে প্রতিবছরের এই সময়ে রপ্তানি আদেশ বাড়ে, যার প্রভাব রপ্তানি আয়ে পড়ে।

তিনি উল্লেখ করেন, মার্কিন ডলারের সংকট ধীরে ধীরে কমছে এবং কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার বিধিতে শিথিলতা এসেছে, যা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

মঞ্জুরুল আলম বলেন, সেপ্টেম্বরে শ্রমিক অসন্তোষের কারণে কিছু সমস্যা থাকলেও অক্টোবর থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি বলেন, স্থানীয় রপ্তানিকারকরা আন্তর্জাতিক বিপণন দলের মাধ্যমে রপ্তানি বাড়াতে কাজ করছে।

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারের মতো বড় আমদানিকারকরা আবারও অর্ডার দেওয়া শুরু করেছে। তিনি আরো আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, ফলে আগামীতে রপ্তানি বৃদ্ধি পাবে।

রেনাটা লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপক অনন্ত সাহা জানান, কাঁচামালের আমদানি মূল্য বৃদ্ধি সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছেন। তবে, মার্কিন ডলারের উচ্চমূল্য ও কাঁচামাল আমদানির ব্যয় বৃদ্ধি দেশীয় ওষুধ কোম্পানিগুলোর মুনাফা মার্জিন কমিয়ে দিচ্ছে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী, বাংলাদেশ দেশের চাহিদার ৯৮ শতাংশ মেটানোর পর ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা ও লাতিন আমেরিকাসহ ১৫১টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে