ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ফুরফুরে মেজাজে ড্রাগন সোয়েটারের বিনিয়োগকারীরা

২০২৪ ডিসেম্বর ০৭ ১৮:৩৪:৩৪
ফুরফুরে মেজাজে ড্রাগন সোয়েটারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবিদক: প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৮.৫৫ শতাংশ। যার ফলে কোম্পানিটির বিনিয়োগকারীরা ফুরফুরে মেজাজে রয়েছেন।

সর্বশেষ কর্মদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৪.৫৫ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন কোম্পানিটির ১ কোটি ৫ লাখ ১২ হাজার ৮৫টি শেয়ার মোট ২ হাজার লেনদেন হয়েছে, যার বাজারদর ১১ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। দিনজুড়ে ওইদিন শেয়ারদর সর্বনিম্ন ১০ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৬ টাকা ৭০ পয়সা থেকে ১৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।

‘বি’ ক্যাটেগরির বস্ত্র খাতের কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ৮০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২১০ কোটি ৭৯ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১৬৯ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩২.১৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৪.৭১ শতাংশ শেয়ার।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ড্রাগন সোয়েটার। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪১ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৯ পয়সা, যা আগের বছর একই সময় ১৩ পয়সা ছিল।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্যকোম্পাানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ঘোষিত ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে