ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে রুদ্ধশ্বাস লেনদেন: শুরুতে পতন, শেষে পুনরুদ্ধার

২০২৫ জুলাই ০৮ ১৫:০২:০১
শেয়ারবাজারে রুদ্ধশ্বাস লেনদেন: শুরুতে পতন, শেষে পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ মঙ্গলবার (৮ জুলাই) রুদ্ধশ্বাস লেনদেন দেখা গেছে। আগেরদিন সোমবারের (৭ জুলাই) ৮২ পয়েন্টের বেশি উত্থানের পর বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আজও চাঙ্গা প্রবণতার বাজার দেখা যাবে। কিন্তু দিনের শুরুতেই সেই প্রত্যাশায় কিছুটা ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশের জন্য নতুন শুল্কনীতি চুড়ান্ত করার খবরে উভয় বাজারেই নেতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্টের বেশি পড়ে যায়, যা বাজারের জন্য একটি অপ্রত্যাশিত ধাক্কা ছিল। এই নেতিবাচক প্রবণতা মূলত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি সংক্রান্ত খবরের প্রভাবে ঘটেছিল বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। এমন একটি বড় উত্থানের পরের দিনেই এমন নেতিবাচক শুরু বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছিল।

এরপর শুরুর প্রাথমিক ধাক্কা সামলে বাজার কিছুটা উত্থান প্রবণতায় ফিরলেও বেলা ১টার পর ডিএসইর সূচকে আবারও বড় পতনে মোড় নেয়। এই সময়ে সূচকের পতন বেড়ে ২৬ পয়েন্টে উঠে যায়। এই পতনের প্রধান কারণ ছিল ব্যাংক খাতের শেয়ারের সংশোধন। গতকাল ব্যাংক খাতের শেয়ারে যে বড় উল্লম্ফন দেখা গিয়েছিল, আজ তার বেশিরভাগেরই মূল্য সংশোধন হয়, যা সূচককে নিচের দিকে টেনে ধরে।

তবে বেলা দেড়টার পর ব্যাংক খাতের শেয়ার কিছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করলে সূচকেও আবার 'গ্রিন সিগন্যাল' ফিরে আসে। এটি বাজারের স্থিতিস্থাপকতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার একটি বড় ইঙ্গিত। দিনের বাকি সময় মিশ্র প্রবণতায় লেনদেন হলেও শেষ পর্যন্ত ডিএসইর সব সূচক সামান্য ইতিবাচক প্রবণতায় থাকে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৫ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়।

আজকের এই মিশ্র প্রবণতার মধ্য দিয়েও সূচকের ইতিবাচক সমাপ্তি বাজারের স্থিতিস্থাপকতারই প্রমাণ। যদিও ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি সংক্রান্ত খবর এবং ব্যাংক খাতের প্রাথমিক সংশোধন বাজারকে কিছুটা চাপে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের আস্থা এবং কিছু খাতের ঘুরে দাঁড়ানোর প্রবণতা বাজারকে ইতিবাচক দিকে নিয়ে যায়। ব্যাংক খাতের এই সংশোধনকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য জরুরি। আজকের এই ইতিবাচক সমাপ্তি আগামী দিনগুলোতে বাজারের জন্য আরও ভালো কিছু বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে