ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

তথ্যপ্রযুক্তির তিন কোম্পানিতে ক্রমাগত বাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

২০২৪ নভেম্বর ১৬ ১৬:২৬:২৮
তথ্যপ্রযুক্তির তিন কোম্পানিতে ক্রমাগত বাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের তিন কোম্পানিতে ক্রমাগতভাবে বাড়ছে প্রাতিষ্ঠানিকদের বিনিয়োগ। কোম্পানি ৩টি হলো-অগ্নি সিষ্টেম, এডিএন টেলিকম ও আমরা নেটওয়ার্কস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে সর্বশেষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেশি বেড়েছে অগ্নি সিষ্টেমে। অক্টোবর মাসে অগ্নি সিষ্টেমে প্রাতিষ্ঠানিকদের বিনিয়োগ বেড়েছে ৪.২৭ শতাংশ। এরপর এডিএন টেলিকমে বেড়েছে ১.৭৩ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসে বেড়েছে ১.১৩ শতাংশ।

অগ্নি সিষ্টেম

৩০ জুন ২০২৩ তারিখে অগ্নি সিষ্টেমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৩০ শতাংশ। যা ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৬৯ শতাংশে। সর্বশেষ ৩০ অক্টোবর ২০২৪ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আরও বেড়ে দাঁড়িয়েছে ২১.৬৭ শতাংশে। অর্থাৎ অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৪.২৭ শতাংশ।

কোম্পানিটি এখনো ৩০ জুন, ২০২৪ অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেনি। চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানানো হবে বলে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯০ পয়সা। আগের অর্থবছর কোম্পানিটি ৪.৭৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা। শোনা যাচ্ছে এবছর কোম্পানিটির ইপিএস ও ডিভিডেন্ড বাড়তে পারে। যে কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটিতে তাদের বিনিয়োগ বাড়িয়েছে।

আমরা নেটওয়ার্কস

৩০ জুন ২০২৩ তারিখে আমরা নেটওয়ার্কসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.২৪ শতাংশ। যা ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বেড়ে দাঁড়িয়েছে ২২ শতাংশে। ৩০ অক্টোবর ২০২৪ তারিখে আরও বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩.১৩ শতাংশে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।

এডিএন টেলিকম

৩০ জুন ২০২৩ তারিখে এডিএন টেলিকমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.১৯ শতাংশ। যা ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৯৬ শতাংশে। সর্বশেষ ৩০ অক্টোবর ২০২৪ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আরও বেড়ে দাঁড়িয়েছে ১৯.৬৯ শতাংশে।

৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত ইপিএস ছিল ৪ টাকা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে