ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সিআরও বাশারকে আটকের জন্য পুলিশ নিয়ে ডিএসইতে বিনিয়োগকারীরা

২০২৪ নভেম্বর ১১ ২৩:০৪:১৭
সিআরও বাশারকে আটকের জন্য পুলিশ নিয়ে ডিএসইতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

অভিযোগ রয়েছে, তার দায়িত্বহীনতায় মশিউর সিকিউরিটিজের বিনিয়োগকারীরা ১৬১ কোটি টাকা হারিয়েছেন। এ কারণে ব্রোকারেজ হাউজটির বিনিয়োগকারীরা বাশারকে আটকের জন্য পুলিশ নিয়ে ডিএসই হাজির হন।

আজ সোমবার (১১ নভেম্বর) নিকুঞ্জে ডিএসই ভবনে এই ঘটনা ঘটে।

এর আগে মশিউর সিকিউরিটিজ সরেজমিনে যাচাই না করায় গত ২৩ সেপ্টেম্বর খায়রুল বাশারকে শোকজ করে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন।

এরই মধ্যে মশিউর সিকিউরিটিজের ব্যাপারে বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বর্তমান কমিশন। এর মধ্যে রয়েছে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ‘ফ্রি লিমিট’সহ দেওয়া সুযোগ-সুবিধা বন্ধ করা, পরিচালকদের ব্যাংক ও বিও হিসাব স্থগিত এবং জড়িত ও তাদের পরিবারের সদস্যদের দেশ থেকে পালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ ও তদন্তের পর আইন অনুসারে ব্যবস্থা নেওয়া।

বিনিয়োগকারীরা বলছেন, খায়রুল বাশারের ব্যর্থতায় বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে মশিউর সিকিউরিটিজ। এর মধ্যে গ্রাহকের সমন্বিত হিসাবে ঘাটতি (সিসিএ) ৬৮ কোটি ৫৮ লাখ টাকা এবং শেয়ার বিক্রি করে নিয়েছে ৯২ কোটি ৩৫ লাখ টাকা। দেশের শেয়ারবাজারের ইতিহাসে একক কোনো ব্রোকারেজ হাউজের এটিই সবচেয়ে বড় জালিয়াতি।

আজ সোমবার ওই ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্থ ৬ থেকে ৭ জন বিনিয়োগকারী ডিএসইতে পুলিশ নিয়ে যান। তারা বাশারকে আটকের জন্য চেষ্টা করেন।

বিনিয়োগকারীদের দাবি, বাশারের কারণেই আজকে তাদের বিশাল ক্ষতি হয়েছে। তিনি যদি ঘুষ খেয়ে ব্রোকারেজ হাউজটির ওপর সঠিক তদন্ত রিপোর্ট দিতেন, তাহলে হাউজটির কর্মকর্তারা বিনিয়োগকারীদের টাকা মেরে দিতে পারতেন না। তাকে এই কাজে সহযোগিতা করেছেন ডিএসইর মো. বজলুর রহমান, জাকির হোসেন, মো. ইকরাম হোসেন, আফজালুর রহমানসহ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা।

বিনিয়োগকারীদের দাবি, তাদের ক্ষয়-ক্ষতির দায়ভার বাশারদের নিতে হবে। তাদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের ডিএসইতে থাকার কোনো যোগ্যতা নেই। তারা যতদিন ডিএসইতে থাকবে, ততদিন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। বাশারসহ অন্য কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে ডিএসইতে যাওয়া বিনিয়োগকারী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক স্বাত্তিক আহমেদ শাহ।

এ বিষয়ে ডিএসইর সিএফও বলেন, মশিউর সিকিউরিটিজে ক্ষতিগ্রস্ত কিছু বিনিয়োগকারী পুলিশ নিয়ে ডিএসইতে এসেছিলেন। তারা সিআরও বাশারসহ কয়েকজনের বিষয়ে অভিযোগ করেছেন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা কিছু প্রমাণাদি দিয়েছেন। তবে বিষয়গুলো আমার জানা নেই। এ বিষয়ে পর্ষদে আলাপ-আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এরইমধ্যে ডিএসইর চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপনের জন্য বলেছেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে