ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
Sharenews24

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

২০২৪ নভেম্বর ১০ ১৪:০৮:৩১
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

ক্রীড়া ডেস্ক আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে বসতে যাচ্ছে 'মিনি বিশ্বকাপ' খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আট দল নিয়ে প্রায় ৮ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্টটি। ইতোমধ্যে আসরটির সম্ভাব্য সূচিও প্রকাশিত হয়েছে। আয়োজক দেশটিও সেই অনুসারে স্টেডিয়ামগুলো প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যা প্রায় শেষের দিকে এসে পড়েছে। পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা এই টুর্নামেন্ট। এমন মুহূর্তেই ভারত আইসিসিকে জানিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাবে না!

যদিও বিষয়টি নতুন নয় সবশেষ এশিয়া কাপেরও আয়োজক দেশ ছিল পাকিস্তান সেবারও যায়নি ভারত তাদের জন্য 'হাইব্রিড' মডেলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। সে সময় থেকে গুঞ্জন চলছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও না খেলতে যাওয়া নিয়ে। এবার সেই গুঞ্জনই আরও ভারি করে সামনে নিয়ে আসল ক্রিকইনফো।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে