ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুদকের অধ্যাদেশ জারি, বাড়ছে সদস্য সংখ্যা

২০২৫ ডিসেম্বর ২৪ ১৩:৪৩:৩৬
দুদকের অধ্যাদেশ জারি, বাড়ছে সদস্য সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের কার্যক্ষমতা ও গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। জারি হওয়া “দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫”-এর মাধ্যমে কমিশনের সদস্যসংখ্যা তিন থেকে বেড়ে পাঁচ এবং মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশটি গতকাল মঙ্গলবার সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, কমিশনের সদস্যদের মধ্যে অন্তত একজন নারী এবং একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইটি) বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা থাকা বাধ্যতামূলক। রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। তবে বিদ্যমান কমিশনের জন্য এই অধ্যাদেশের প্রযোজ্যতা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এছাড়া, নতুন অধ্যাদেশে প্রতি ছয় মাস অন্তর দুদককে তাদের কার্যক্রমের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে। সব কর্মকর্তাকে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও কমিশন তদন্ত করতে পারবে।

দুদক সংশ্লিষ্টদের মধ্যে কিছু উদ্বেগও দেখা দিয়েছে। তারা মনে করছেন, সদস্যসংখ্যা বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে। বিশেষ করে, চারজন কমিশনার একমত হলেও চেয়ারম্যান ভিন্নমত পোষণ করলে কোনো সিদ্ধান্ত স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সরকার ২৩ অক্টোবর সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দুদক আইনের খসড়া অনুমোদন করেছিল। তবে খসড়ার বিরোধিতার পর দুই মাসের মধ্যে সংশোধনী আনা হয়েছে এবং এই অধ্যাদেশ চূড়ান্তভাবে জারি করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে