ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

বিক্রেতা সংকটে দুই ডজন কোম্পানির শেয়ার

২০২৪ নভেম্বর ০৪ ১৭:০৮:০৩
বিক্রেতা সংকটে দুই ডজন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সোমবার (০৪ নভেম্বর) নিচের দিকে নামতে থাকা শেয়ারবাজার দুই খবরে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। আড়াই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এর মধ্যে দুই ডজন কোম্পানি ছিল বিক্রেতা সংকটে।

কোম্পানিগুলো হলো : বিডি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং, এস্কয়ার নিট কম্পোজিট, গ্লোবাল হেভি কেমিকাল, লিনডে বিডি, মতিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, মিথুন নিটিং, মনোস্পুল পেপার, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল টি, পেপার প্রসেসিং এবং রহিমা ফুড ছাড়াও আরো ১০টি কোম্পানি রয়েছে। যেসব কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী ছিল না।

ন্যাশনাল টি

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টি’র ৯.৯৯ শতাংশ বেড়েছে। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ১৯৬ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ২০৩ টাকা ৯০ পয়সা। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২১৫ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির দর ১৯ টাকা ৬০ পয়সা বেড়েছে। লেনদেনের শুরুতে শেয়ারটি বিক্রি করার জন্য বিনিয়োগকারী থাকলেও সময়ের সাথে সাথে শেয়ারটি বিক্রি থেকে বিরত থাকে বিনিয়োগকারীরা। এতে করে শেয়ারটি কেনার জন্য বিনিয়েগাকারীদের উপস্থিতি থাকলেও সংকট ছিল বিক্রেতার।

ইস্টার্ন হাউজিং, গ্লোবাল হেভি কেমিক্যাল ও মনোস্পুল পেপারের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বেড়েছে। শুরুতে কোম্পানি তিনটির শেয়ার বিক্রেতা থাকলেও সময়ের সাথে সাথে এই তিন কোম্পানির বিক্রেতা উধাও হয়ে যায়। এতে করে বিক্রেতা সংকটে পড়ে কোম্পানি তিনটি।

এছড়া রহিমা ফুডের শেয়ার দর ৯.৯৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৯২ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৮৯ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৮৫ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৯.৭৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.৭১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৬৫ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ৯.৬২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৩২ শতাংশ এবং লিনডে বিডির শেয়ার দর ৬.২৫ শতাংশ বেড়েছে।

এছাড়াও আরো প্রায় ১০টি কোম্পানি রয়েছে। যেসব কোম্পানির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও বিক্রেতা ছিল না।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। এর কারণে হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাইছে না বিনিয়োগকারীরা। অন্য কোম্পানিগুলোর প্রতি এভাবে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হলে শেয়ারবাজার খুব দ্রুতই ঘুরে দঁাড়াবে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে