ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ভূতুড়ে অবস্থানে দেশের শেয়ারবাজার, সর্বশান্ত বিনিয়োগকারীরা

২০২৪ অক্টোবর ২৮ ১৫:২৮:৩৯
ভূতুড়ে অবস্থানে দেশের শেয়ারবাজার, সর্বশান্ত বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম চার কর্মদিবসে অর্থাৎ ৬ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত আশার আলো দেখেছিল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ৭৮৬ পয়েন্ট। আর বিনিয়োগকারীদের মূলধন বেড়েছিল প্রায় ৬৮ হাজার কোটি টাকা।

কিন্তু ৫ম কর্মদিবস থেকেই অর্থাৎ ১২ আগস্ট থেকে শেয়ারবাজার ফের পতনের বৃত্তে আটকে যায়। এরপর ধারাবাহিকভাবে সূচকের পতন হয়েছে। মাঝে কয়েকদিন সূচক ইতিবাচক থাকলেও পতনের তুলনায় তা ছিল নামে মাত্র।

গত সপ্তাহের শেষদিক থেকে পতন আরও গভীর হয়েছে। আগের কর্মদিবস রোববার পতন হয়েছে ১৪৯ পয়েন্ট। যা ছিল গত চার বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ। আজ পতন হয়েছে আরও প্রায় ৬৭ পয়েন্ট। এ নিয়ে ১২ আগস্ট থেকে ডিএসইর সূচক লাপাত্তা হয়ে গেল ১ হাজার ১৪৭ পয়েন্ট। আর বিনিয়োগকারীদের মূলধন উধাও হয়ে গেল ৬৯ হাজার ৭৩৯ কোটি টাকা।

আজকের পতনের পর ডিএসইর প্রধান সূচক নেমে গেছে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ৩০ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৮৬৬ পয়েন্ট। অর্থাৎ গত ৩ বছর ১১ মাসের মধ্যে বর্তমানে শেয়ারবাজারের সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত চার বছরে প্রায় ৩৫টি কোম্পানির মূলধন সূচকে যোগ হয়েছে। এগুলো সূচক থেকে বাদ দিলে বর্তমানে সূচকের প্রকৃত পরিমাণ চার হাজারের নিচে দাঁড়াবে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৫৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৩০৩ কোটি ৮১ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৪৪ লাখ টাকার বা ১৮ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টির বা ২৬.৪৪ শতাংশের, কমেছে ২৪৬টির বা ৬১.৯৬ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৬টির বা ১১.৫৮ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ১২৬টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২১ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে