ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

৫ কোম্পানির ভূমিকায় উত্থানে বাজার

২০২৪ অক্টোবর ২১ ১৫:৩৪:২৭
৫ কোম্পানির ভূমিকায় উত্থানে বাজার

নিজস্ব প্রতিবেদক : টানা পাঁচ কর্মদিবস পর সোমবার (২১ অক্টোবর) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেরশতটির শেয়ার দর বাড়ার কারণে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। তবে শেয়ারবাজার উত্থানে বড় ভূমিকার রেখেছে ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট এবং বিএসআরএম লিমিটেড।

জানা গেছে, আজ ১৫০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ১২.৩৮ পয়েন্ট। এর মধ্যে সাত কোম্পানির মাধ্যমেই বেড়েছে ১২.৪৪ পয়েন্ট।

ইসলামী ব্যাংক

আগের কর্মদিবস ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৪ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১.১২ শতাংশ বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক বেড়েছে ৩.৯৮ পয়েন্ট। বাজারকে উত্থানে ফিরাতে ইসলামী ব্যাংকের ভূমিকা সর্বোচ্চ।

ব্র্যাক ব্যাংক

আগের দিন ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা বা ২.১২ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে শেয়ারবাজারে কোম্পানিটর মাধ্যমে সূচক বেড়েছে ৩.৯৩ পয়েন্ট। যা বাজারকে উত্থানে ফিরাতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা।

রূপালী ব্যাংক

আগের দিন রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২১ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৫.৭৪ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে শেয়ারবাজারে কোম্পানিটর মাধ্যমে সূচক বেড়েছে ২.৪১ পয়েন্ট। যা বাজারকে উত্থানে ফিরাতে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা।

বাজারকে উত্থানে ফিরাতে অন্য যেসব কোম্পানির ভূমিকা রয়েছে সেগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের ১.৮৩ পয়েন্ট এবং বিএসআরএম লিমিটেডের সূচক ১.৫৬ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মৌলভিত্তি সম্পন্ন অল্প কোম্পানির শেয়ার দর বাড়লেও বাজার ইতিবাচক আচরণ করতে পারে। তবে সবার আগে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হতে হবে। শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা যত মজবুত হবে শেয়ারবাজারের ভীতও তত মজবুত হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে