ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্রেতাশূন্য ৮ কোম্পানির শেয়ার

২০২৪ অক্টোবর ২০ ১৬:২৯:৪৭
ক্রেতাশূন্য ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের চেয়েও বড় পতন হয়েছে শেয়ারবাজারে। রোববার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৬টির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ৮টি কোম্পানির শেয়ার ছিল ক্রেতা শূন্য।

কোম্পানিগুলো হলো : সোনারগাঁও টেক্সটাইল, আজিজ পাইপস, খুলনা পাওয়ার, নিউ লাইন ক্লোথিংস, এস্কয়ার নিট কম্পোজিট, সিলভা ফার্মা, মুন্নু ফেব্রিক্স এবং ন্যশনাল টি।

সোনারগাঁও টেক্সটাইল

আগের কর্মদিবস সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকা ২০ পয়সা। কোম্পানিটির লেনদেনে শুরু হয় ২০ টাকা ৪০ পয়সায়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ কমেছে। লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পর শেয়ারটি থেকে ক্রেতা হারিয়ে যায়। অর্থাৎ শেয়ারটি বিক্রি করার জন্য বিক্রেতার বড় আনাগোনা দেখা গেলেও শেয়ারটি কেনার জন্য কাউকেই পাওয়া যায়নি।

আজিজ পাইপস

আগের কর্মদিবস আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা। আজ শেয়ারটি ৫৯ টাকায় লেনদেন শুরু করে। তবে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৮৫ শতাংশ কমেছে। শুরুতে শেয়ারটি কেনার জন্য কিছু বিনিয়োগকারী দেখা যায়। তবে ধীরে ধীরে শেয়ারটি থেকে ক্রেতা হারিয়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত শেয়ারটিতে আর ক্রেতা ফিরে আসেনি।

খুলনা পাওয়ার

আগের কর্মদিবস খুলনা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ১০ টাকা ৯০ পয়সায়। শেষ পর্যন্ত শেয়ারটির ক্লোজিং দর হয় ৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.৭১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর কিছুক্ষণ পর্যন্ত শেয়ারটিতে ক্রেতা উপস্থিত ছিল। তবে ধীরে ধীরে শেয়ারটি থেকে ক্রেতা হারাতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত শেয়ারটিতে আর ক্রেতা ফিরে আসেনি।

এদিন অন্য যেসব কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য ছিল সেগুলোর মধ্যে নিউ লাইন ক্লোথিংসের ৯.৫২ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ৯.৫২ শতাংশ, সিলভা ফার্মার ৯.৪৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৪৩ শতাংশ এবং ন্যশনাল টি’র শেয়ার দর ৮.৭৫ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দিন দিন শেয়ারবাজারের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে। যার কারণে শেয়ারগুলো বিক্রি করার জন্য বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। এতে ক্রেতাশূন্য হচ্ছে কোম্পানিগুলোর শেয়ার। শেয়ারবাজারকে টিকিয়ে রাখতে হলে সবার আগে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে