ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আ.লীগের ৩ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

২০২৪ অক্টোবর ১৭ ১৮:২৫:৫৯
আ.লীগের ৩ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক দুটি মামলা হয়েছে।

মামলায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ডা. মো. রুস্তুম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়েজিদ আহম্মেদ খান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ, যুবলীগের ৪৪ জন এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা মো. ফকর উদ্দিন আহম্মেদের ছেলে লাভু অভিযোগ করেন, পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যালয়ে গত ১৭ জুলাই রাতে আ.লীগ নেতৃবৃন্দ অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।

উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মো. মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল অভিযোগ করেন, তার বাড়ি গত ২২ মার্চ‘বিকেল আ.লীগ নেতৃবৃন্দ ভাঙচুর ও লুটপাট করেন।

উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতেই উত্তরা থেকে গ্রেপ্তার করেন আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেন।

থানা পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলি আদালতে হাজির করেন। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম গোলাম রসুল শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে