ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

আওয়ামী লীগের ৩৭ নেতা-কর্মী গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ০২ ১৭:৪১:৩৮
আওয়ামী লীগের ৩৭ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন প্রতিহত করতে জেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

জানা গেছে, অভিযানের সময় জেলার দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিবুল ইসলাম যুবরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান এরশাদসহ আওয়ামী লীগের সাতজন, বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য আবু তালেব তোতা, সাবেক সদস্য মনির হোসেনসহ আওয়ামী লীগের সাতজন, ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দু’জন, মেলান্দহে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের তিনজন, মাদারগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা মনিম সাকিব, যুবলীগ নেতা মো. শাহ আলম ও সুজন রানা রনজু এবং শ্রমীক লীগ নেতা আব্দুল কুদ্দুসসহ ১২ জন, সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের চারজন এবং জামালপুর সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা মুনছুর আলী ও মির্জা আব্দুল বাছেদকে আটক করেছে পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, গত ৫ আগস্টের পর দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি তারা। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে