ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

জুনের চেয়ে ২৫ ভাগ কম রেমিট্যান্স এসেছে জুলাইয়ে

২০২৪ আগস্ট ০১ ২০:১০:৫৫
জুনের চেয়ে ২৫ ভাগ কম রেমিট্যান্স এসেছে জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯০ কোটি ৯০ লাখ ডলার। যা জুন মাসের তুলনায় যা প্রায় ২৫ শতাংশ কম।

জুলাই মাসে রেমিট্যান্স কম আসার কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর থেকে জুন প্রতি মাসেই প্রবাসী আয় ছিল ২০০ কোটি ডলারের ঘরে। জুনে আসে ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার। জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী আয় আসে ১৪৩ কোটি ডলারের মতো।

তবে সমস্যা দেখা যায়, এর পরের দিনগুলোতে। পরের ৮ দিনে আসে ২৩ কোটি ডলারের কম। সব মিলিয়ে বিদায়ী জুলাই মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯১ কোটি ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কয়েকদিন লেনদেন বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি বৈধপথে অর্থ পাঠানোর বিপক্ষে নেতিবাচক প্রচারণাও আছে বিদেশে।

এই বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কন্টিনিউয়াসলি কথা বলছি, সেন্ড অ্যান্ডেও আমরা চেষ্টা করছি কথাবার্তা বলার জন্য। এটাকে কনটিনিউয়াসলি এখানে প্রচার করতে হবে যাতে করে মানুষের কনফিডেন্সের যে একটা ইস্যু আছে, সেটা ফিরে পাওয়ার জন্য সবাইকে কালেকটিভলি চেষ্টা করতে হবে।’

আইনজীবীরা বলছেন, হুন্ডি একটি বড় ধরনের আর্থিক অপরাধ। অবৈধ পথে লেনদেন করা অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানাসহ কারাদণ্ডের বিধান আছে আইনে।

বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, ‘আমি আশা করব যে, আমাদের যারা প্রবাসী আছেন তারা এই অনৈতিক পন্থা বা হুন্ডির চেয়ে বৈধ পথেই বেশি করে টাকা পাঠাবেন। সেক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে আমাদের একজন প্রবাসী টাকা পাঠানোর ক্ষেত্রে এত অপপ্রচারের চেয়ে বিবেচনা করে কিন্তু কয়েকটা জিনিস। কত দ্রুত আমার টাকা পৌঁছাবে? কি পরিমাণ পাব?’

হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘রেমিট্যান্স না পাঠিয়ে হুন্ডি আকারে পাঠাচ্ছে, এটা যদি আপনি বাংলাদেশে ধরতে পারেন তাহলে তো তাকে আপনি আইনের আওতায় আনতে পারছেন। আর আপনি যদি তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ায় চলে যান সেক্ষেত্রে যদি তার দৃষ্টান্তমূলক সাজা হয় ১০–১২ জন হুন্ডিওয়ালা, তাহলে তো একটা দৃষ্টান্ত স্থাপন হবেই।’

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে