ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

কোটা আন্দোলনের চাপে গতিহীন শেয়ারবাজার

২০২৪ জুলাই ১৮ ১৪:৫২:০৭
কোটা আন্দোলনের চাপে গতিহীন শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’র ডাক দিয়েছিল। কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা আগেরদিন জানিয়েছিল, আজ বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো যানবাহনও চলবে না।

সেই হিসাবে আজ (১৮ জুলাই) ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকার কথা ছিল। কিন্তু অতীতে দেখা গেছে, যখনই দেশে হরতাল ও ধর্মঘট পালিত হয়েছে, তখনও ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন চালু থেকেছে। আজও সেভাবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন যথারীতি চালু ছিল।

তবে এদিন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। যার কারণে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনে আগের মতো আজ তেমন গতি ছিল না।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আজ ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫২ লাখ টাকার। যা আগের দিন হয়েছিল ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার। আগের দিনের চেয়ে আজ লেনদেন কমেছে ১৯২ কোটি ৮৯ লাখ টাকা ব প্রায় ৬৬ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোটা আন্দোলনকারীদের আন্দোলন যখনই অস্থিরতায় টার্ন নিতে থাকে, তখন থেকে শেয়ারবাজারের লেনদেন এবং সূচকও পতনের বৃত্তে আটকে যেতে থাকে।

এর আগে ৭ জুলাই ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। এরপর থেকে কোটা আন্দোলনে অস্থিরতা দেখা দেয়, সাথে সাথে শেয়ারবাজারের লেনদেন এবং সূচকও পতনের বৃত্তে আটকে যেতে থাকে।

৭ জুলাই ডিএসইতে লেনদেনে হয়েছিল ১ হাজার ১৯ কোটি টাকা। ওইদিন ডিএসইর সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। তারপর থেকে লেনদেন ও সূচকে দেখা যায় ধারাবাহিক পতন।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬.৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০.৪৩ পয়েন্ট কমে ১১৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.১১ পয়েন্ট কমে ১৯৫৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইতে আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১১টির। বিপরীতে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে