ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

১৫ হাজার ডলার করে পাবে কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার

২০২৪ জুন ২১ ০৫:৪৩:৪১
১৫ হাজার ডলার করে পাবে কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার

প্রবাস ডেস্ক : কুয়েতে সম্প্রতি মাঙ্গাফ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানিয়েছে, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশ অনুযায়ী এই ক্ষতিপূরণ দেওয়া হবে।

ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে ক্ষতিপূরণের অর্থ দ্রুত পৌঁছানো নিশ্চিত করবে দূতাবাস।

এর আগে গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৯ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত।

নিহতদের মধ্যে ৪৫ জন ছিলেন ভারতের নাগরিক। তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

ঘটনার পর পরই এনবিটিসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেজি আব্রাহাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে, প্রতিটি পরিবার থেকে একজনকে কোম্পানিতে নিয়োগ করা হবে এবং প্রতিটি পরিবারকে 8 লাখ টাকা দেওয়া হবে।

মামুন/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে