ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

মার্চ ফর গাজা নিয়ে আজহারীর নতুন নির্দেশনা

২০২৫ এপ্রিল ১১ ১২:০০:৩৮
মার্চ ফর গাজা নিয়ে আজহারীর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামে এক বৃহৎ কর্মসূচি। কর্মসূচিটি আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ অংশ নেবে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই গণজমায়েতে অংশগ্রহণের আহ্বান জানান।

তার স্ট্যাটাসটি ইতোমধ্যেই ১৩ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সাড়ে ৭ হাজারেরও বেশি শেয়ার হয়েছে, যা কর্মসূচিটির প্রতি মানুষের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন।

আজহারী লিখেছেন "বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ।"

তিনি আরও উল্লেখ করেন যে, এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, তাবলীগ জামাত, আহলে হাদিস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ বহু সংগঠন।

এছাড়াও থাকবেন বিভিন্ন পরিচিত মুখ, যেমন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, সাংবাদিক মাহমুদুর রহমান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, আয়মান সাদিক, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান, লতিফুল ইসলাম শিবলী প্রমুখ।

পোস্টের শেষে আজহারী লেখেন “মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা। পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।”

এদিকে, কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। আয়োজকরা জানাচ্ছেন, এটি হবে একটি শান্তিপূর্ণ মানবিক প্রতিবাদ, যেখানে মূল বার্তা হবে গাজায় গণহত্যা বন্ধ হোক, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে