ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে আহমাদুল্লাহর ৫ নির্দেশনা

২০২৫ এপ্রিল ১১ ১৫:৩৩:৫০
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে আহমাদুল্লাহর ৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এ কর্মসূচি দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে বড় ধরনের জনসমাগমের সম্ভাবনা দেখা যাচ্ছে।

ইতিমধ্যে ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ কর্মসূচিকে ঘিরে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই নির্দেশনাগুলো প্রকাশ করেন তিনি। এতে তিনি অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও সচেতনভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “সকল শ্রেণী-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই।”আহমাদুল্লাহর দেওয়া পাঁচটি নির্দেশনা:

১. স্বেচ্ছাসেবী মনোভাব:

এই আন্দোলন আমার, তাই এর সফলতা নিশ্চিত করার দায়িত্বও আমার—এই মনোভাব নিয়ে ঘর থেকে বের হতে হবে। সকলে যেন সহযোগিতার মানসিকতা নিয়ে অংশগ্রহণ করেন।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতি:

মার্চে আসার পথ ও সমাবেশস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে পানি, ছাতা, মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা উচিত। মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

৩. উত্তেজনা পরিহার ও আইনশৃঙ্খলা রক্ষা:

যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

৪. রাজনৈতিক নিরপেক্ষতা:

এই কর্মসূচিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করে সংহতি প্রকাশের আহ্বান জানান তিনি। কোনো রাজনৈতিক দলের প্রতীক বা বিতর্কিত ব্যানার ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

৫. ষড়যন্ত্রকারীদের চিহ্নিতকরণ:

জানমালের ক্ষতি করে যারা প্রতিবাদ করতে চায়, তারা আন্দোলনের শত্রু। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন আহমাদুল্লাহ। তিনি আরও বলেন, “জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।”

প্রসঙ্গত, 'মার্চ ফর গাজা' কর্মসূচিটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারীদের ভিড় এবং সচেতন অংশগ্রহণের মাধ্যমে এটি এক বিশাল গণজাগরণে রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে