ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

সপরিবারে আত্মহত্যার হুমকি দিলেন ‘ক্রিম আপা’

২০২৫ এপ্রিল ১১ ১১:৩৮:৫৪
সপরিবারে আত্মহত্যার হুমকি দিলেন ‘ক্রিম আপা’

নিজস্ব প্রতিবেদক : ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে ‘একাই একশো’ নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় ক্ষমা চান বিতর্কিত ওই কন্টেন্ট ক্রিয়েটর। তবে এরপর সপরিবারে আত্মহত্যা করার হুমকি দেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) একটি স্ট্যাটাস শেয়ার করে ‘একাই একশো’। তিনটি ছবি আপলোড করে জানায় ‘ক্রিম আপা’র সর্বশেষ তথ্য।

সন্ধ্যায় করা ওই পোস্টে লেখা, গতকাল রাতে টিকটকে ক্রিম আপা পরিবারসহ আত্মহত্যা করার হুমকি দেয় এবং সেখানে সে তার বাচ্চাদের আত্মহত্যা করতে প্ররোচনা দেয়। এর দুদিন আগে ঘর ছেড়ে পালায়।আরও লেখা, ফলে গতকাল (৯ এপ্রিল) মামলা হলেও পুলিশ পরিবারসহ তাকে উদ্ধার করতে পারেনি। এক বিশেষ সূত্রে আমরা তার খোজঁ পাই এবং সমাজসেবা অধিদফতরকে অবগত করি।বর্তমানে ‘ক্রিম আপা’র অবস্থান প্রসঙ্গে সংগঠনটি লেখে, ঢাকা থেকে আমরা সাভারে আছি। বর্তমানে তার পরিবার নিরাপদ রয়েছে। পুলিশকে জানিয়েছি, তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

সবশেষে লেখা, স্থানীয় প্রশাসনের সহযোগিতার অনেক অভাব ছিল। তবে যতটুকু তারা করেছে মিডিয়া এবং আপনাদের কমেন্ট/শেয়ারের কারণে করেছে। এভাবে শিশুদের সুরক্ষায় আমরা সকলে মিলে কাজ করবো এবং একা থেকে একশো হবে।টাকা আয়ের জন্য সন্তানদের ওপর ‘নির্যাতন চালিয়ে’ ভিডিও বানানোর অভিযোগে অভিযুক্ত ‘ক্রিম আপা’। ভিডিওর ভিউ পাওয়ার আশায় এ বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর প্রায়ই তার সন্তানদের জোর করে খাবার খাওয়ানো, চুলে কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেয়াসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করেন।

যা পরিবার ও সমাজে অবক্ষয়ের কারণ হতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের।তবে অভিযুক্তের দাবি, তিনি তার শিশুদের নির্যাতন করেন না। বরং সংসার চালানোর জন্য ওইরকম ভিডিও তৈরি করেন। এমন পরিস্থিতিতে পরতে হবে, তিনি কখনই ভাবেননি। মামলা দায়ের হওয়ায় পরিবারসহ নিজে কীভাবে চলবেন, সন্তানদের কীভাবে খাওয়াবেন সে চিন্তায় কান্নায় ভেঙে পড়েন।

এদিকে ‘একাই একশো’ শিশু সংগঠনের করা অভিযোগ স্পষ্টভাবে বাংলাদেশের শিশু আইন, ২০১৩ (ধারা ৭০) অনুযায়ী অপরাধ। আইন অনুযায়ী ‘ক্রিম আপা’র বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে তার অনধিক পাঁচ বছর কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে