ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

২০২৫ এপ্রিল ১১ ১৫:৩৯:৫৫
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

নিজস্ব প্রতিবেদক : উত্তর প্রদেশের আলিগড়ের মাদরাক থানার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শিবানী নামের এক তরুণীর বিয়ের মাত্র ১০ দিন বাকি থাকতে তার মা অনিতা পালিয়ে গেছেন মেয়ের হবু স্বামী রাহুলের সঙ্গে। শুধু পালানোই নয়, সঙ্গে করে নিয়ে গেছেন নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং প্রায় ৫ লাখ টাকার গয়না।

জানা গেছে, আগামী ১৬ এপ্রিল শিবানীর রাহুল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই মা অনিতা তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে যান। শিবানী অভিযোগ করে বলেন, “গত তিন-চার মাস ধরে আমার মা এবং রাহুল ফোনে নিয়মিত দীর্ঘসময় কথা বলতেন। আমরা বিষয়টি বুঝতে পারিনি। মা পুরো পরিকল্পনা করেই বাড়ির সব টাকা ও গয়না নিয়ে গেছেন। এমনকি ১০ টাকাও ফেলে যাননি।”

শিবানীর বাবা জিতেন্দ্র কুমার, যিনি বেঙ্গালুরুতে ব্যবসা করেন, জানান, তিনি আগেই সন্দেহ করেছিলেন। তবে বিয়ের দিন ঘনিয়ে আসায় তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। জিতেন্দ্র বলেন, “আমি শুনেছি তারা প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা করে কথা বলত। কিন্তু রাহুল কখনও আমার মেয়ের সঙ্গে ঠিকমতো কথা বলত না, বরং আমার স্ত্রীর সঙ্গেই বেশি যোগাযোগ রাখত। শেষমেশ ৬ এপ্রিল অনিতা রাহুলের সঙ্গে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, অনিতাকে বহুবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাহুলকেও ফোন করেন, কিন্তু প্রথমে অস্বীকার করলেও পরে রাহুল জানায়, “আমি নাকি ২০ বছর ধরে অনিতাকে কষ্ট দিয়েছি, তাই তাকে ভুলে যাওয়াই ভালো।”

এ ঘটনায় শিবানীর পরিবার মাদরাক থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে। থানার একজন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করে বলেন, “আমরা একটি মামলা রুজু করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শিবানীর পরিবার এখন শুধু তাদের টাকা ও গয়না ফেরত চায়। তারা বলছে, সম্পর্কের চেয়ে এখন আর্থিক ক্ষতিই তাদের বড় চিন্তার বিষয়।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে