ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারত থেকে ৫টি বিমানে আইফোন সরিয়ে ফেললো অ্যাপল

২০২৫ এপ্রিল ১১ ১১:১০:৪৮
ভারত থেকে ৫টি বিমানে আইফোন সরিয়ে ফেললো অ্যাপল

নিজস্ব প্রতিবেদক : ভারতের কারখানায় উৎপাদিত আইফোন ও অন্যান্য প্রযুক্তিপণ্য পাঁচটি বিমানে করে জরুরি ভিত্তিতে আমেরিকায় নিয়ে গেছে অ্যাপল। মার্চের শেষ সপ্তাহে মাত্র তিন দিনের মধ্যেই এসব পণ্যবোঝাই বিমানগুলো ভারতে তৈরি আইফোন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ‘পারস্পরিক শুল্ক’ আরোপের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া ১০ শতাংশ শুল্ক এড়াতে দ্রুত এই চালান পাঠানো হয়। ভারতের পাশাপাশি চীনের কারখানা থেকেও একই ধরনের জরুরি চালান পাঠিয়েছে অ্যাপল।

‘টাইমস অব ইন্ডিয়া’কে ভারতের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, শুল্কের কারণে বাড়তি খরচ এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুল্ক সত্ত্বেও ভারতসহ অন্যান্য দেশের বাজারে আপাতত পণ্যের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছে অ্যাপল।

সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন দেশের কারখানা থেকে পণ্য আমেরিকায় পাঠানোর ফলে সামগ্রিকভাবে পণ্যের দামের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা তারা পর্যবেক্ষণ করে দেখবে। তবে এখনই কোনো মূল্যবৃদ্ধি হচ্ছে না।

আরিফ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে