ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

নিজের পোস্ট নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ব্যাখ্যা

২০২৫ এপ্রিল ১১ ১৭:৩৪:০২
নিজের পোস্ট নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার দেওয়া ফেসবুকে পোস্ট নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ভুল ব‍্যাখ‍্যা দিয়ে নিউজ করেছে বলে অভিযোগ করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ জানান।

নাজমুল আলম পোস্টে লেখেন, ‘কয়েকটি অনলাইন পোর্টাল আমার গত রাতের ফেসবুক পোস্টের ভুল ব‍্যাখ‍্যা দিয়ে নিউজ করেছে, এটা বিদ‍্যুৎ চোর বিপু গংদের আরেকটা কৌশল।’

এ সময় সিদ্দিকী নাজমুল তার আগের পোস্টে অন্তর্বর্তী সরকারের কোনো প্রশংসা করেননি বলেও দাবি করে ড. ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, ‘আমার লেখায় যেটা আমি বোঝাতে চেয়েছি যে আমাদের আপার তৈরি করা সকল সুযোগ-সুবিধা আমরা প্রপার ইউটিলাইজ না করে টাকার কাছে বিক্রি হয়ে গেছি।’

ফলে ইউনূসের সরকারের আবির্ভাব হয়েছে বলেও মন্তব্য করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে নাজমুল বলেন, ‘এখন সাংবাদিক দিয়ে আমাকে উল্টো ফাঁদে ফেলার নিউজ করাচ্ছে বিপু গং।’

তিনি মিডিয়া ট্রায়ালের শিকার দাবি করে বলেন, ‘আমার আর হারানোর কিছু নেই। গত ৯ বছর যাবৎ আমার বিরুদ্ধে গুজব আর সোশাল মিডিয়া ট্রায়ালের ওপরই বেঁচে আছি।’

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে