ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার ক্ষমা চাইলেন সেই ছাত্রদল নেত্রী

২০২৫ এপ্রিল ১১ ১৫:৪৫:২১
এবার ক্ষমা চাইলেন সেই ছাত্রদল নেত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিককে ঘিরে দেওয়া এক বিতর্কিত স্ট্যাটাসের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ার পর অবশেষে ক্ষমা চাইলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি সবার কাছে ক্ষমা চান এবং তার বক্তব্যের ব্যাখ্যা দেন।

স্ট্যাটাসে মানসুরা বলেন, "প্রথমত, এপোলজি দিয়ে শুরু করতে চাই, যারা আমার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আহত হয়েছেন। গত ১৪ ঘণ্টা আইডিটি ডিজেবল থাকায় সেটা আমি করে উঠতে পারিনি।" তিনি আরও জানান, তার পোস্টের উদ্দেশ্য আশিক চৌধুরীকে কোনোভাবেই অসম্মান করা ছিল না বরং যারা তাকে "মহাপুরুষে" রূপান্তর করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যেই তা ব্যঙ্গাত্মক ছিল।

ছাত্রদলের এই নেত্রী বলেন, ড. ইউনূস বা তার কাজ সম্পর্কে তিনি কখনও তাচ্ছিল্য করেননি, বরং বারবার প্রশংসা করেছেন। তিনি বলেন, "এই দেশে কেউ কাজ করতে আসবেন, দেশের হয়ে কাজ করবেন—এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।" একইসঙ্গে তিনি আরও জানান, তিনি চান না আশিক চৌধুরিকে তার প্রকৃত কাজের চেয়ে বেশি বড় করে তুলে ধরা হোক।

পূর্বে সরকারের আমলে জনপ্রিয় হয়ে ওঠা কিছু স্মার্ট ফিগারদের উদাহরণ টেনে মানসুরা বলেন, "আমরা একটা সময় সুলাইমান সুখন, মাশরাফি, সাকিবদের নিয়ে গালভরা গল্প দেখেছি। শেষে তাদের অবস্থা কী হয়েছে আমরা জানি।" তিনি বলেন, তাদের হঠাৎ জনপ্রিয় করে তোলার ফলাফল সুখকর হয়নি বলেই আশঙ্কা থেকে এই সমালোচনা।

পোস্টের শেষ অংশে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে চলা প্রচারণার জবাবে বলেন, "আমার দায় ছিল শুধু আশিক চৌধুরির ব্যাপারে। মিথ্যাচার, এডিটেড ছবি বা স্ক্রিনশটের দায় আমার নয়।" তিনি সবার সুস্থতা কামনা করে বলেন, "মানুষকে মানুষ মনে করুন। কেউ সমালোচনা করলেই তাকে ব্যক্তি আক্রমণ করতে হয় না—এটাও পারিবারিক শিক্ষা।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে