ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ঈদ সামনে রেখে প্রবাসীদের রেমিট্যান্সে ঝলক

২০২৪ জুন ১৪ ১৫:০৬:৫৪
ঈদ সামনে রেখে প্রবাসীদের রেমিট্যান্সে ঝলক

প্রবাস ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা পরিবার ও আত্মীয়স্বজনদের অন্যান্য মাসের তুলনায় দুই ঈদে বেশি রেমিট্যান্স পাঠায়। এবারের কোরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি।

চলতি মাসের প্রথম এক সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক মাধ্যমে দেশে ৭২ কোটি ৬২ লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। এতে দেখা যায়, গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় অনেক বেশি এসেছে।

ঈদ উপলক্ষে প্রবাসীদের রেমিট্যান্স এখনো আসছে। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। সেই পর্যন্ত প্রবাসীদের রেমিট্যান্স আসা অব্যাহত থাকে। ফলে কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা কত কোটি ডলার পাঠালেন তার পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছুটা সময় লাগবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসে দেশে প্রবাসীদের আয় এসেছে ২২৫ কোটি ডলার। যা গত ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ। তার মানে, গত মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ২৫ লাখ ডলার। আর চলতি মাসের প্রথম এক সপ্তাহে দৈনিক গড়ে ১০ কোটি ৩৭ লাখ ডলার। দিনে গড়ে ৩ কোটি ১২ লাখ ডলার বেশি এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় ৭৩ কোটি ডলারের প্রবাসী আয়ের মধ্যে ১৭ কোটি রাষ্ট্রায়ত্ত, ১ কোটি বিশেষায়িত ব্যাংক, ৫৪ কোটি বেসরকারি ব্যাংক এবং ২০ লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক সর্বোচ্চ ৬ কোটি ও অগ্রণী ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭৫ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এনেছে।

অন্যদিকে বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ১৫ কোটি ৯১ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এনেছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংক ৫ কোটি ২৯ লাখ ও ব্যাংক এশিয়া ৩ কোটি ৩০ লাখ ডলার এনেছে।

গত ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশে ২ হাজার ১৬১ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-জুন) প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৩৭ কোটি ডলারের। অর্থবছরের এখনো এক মাস বাকি। এই মাসে প্রবাসী আয়ে রেকর্ড হতে পারে।

শেয়ারনিউজ, ১৪ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে