ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রথমবার কান উৎসবে অংশ নিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব

২০২৪ মে ২৫ ১৯:২৬:৪৯
প্রথমবার কান উৎসবে অংশ নিয়ে ইতিহাস গড়ল সৌদি আরব

বিনোদন ডেস্ক : এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস গড়ল সৌদি আরব। উৎসবের ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে, দেশের চলচ্চিত্র নির্মাতা তৌফিক আলজাইদির চলচ্চিত্র ‘নোরাহ’ আঁ সার্তে রিগার্ড বিভাগে মেনশন অ্যাওয়ার্ড জিতেছে।

শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

ইতিহাসে এবারই প্রথম সেখানে জায়গা পায় সৌদি আরবের সিনেমা। এই উৎসবে অন্তর্ভুক্তির সঙ্গে পুরস্কারের মধ্য দিয়ে সৌদি সিনেমা আরও অনেক ধাপ এগিয়ে গেল বলে মত সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের। গত বছরের ডিসেম্বরে জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোরাহ’র প্রিমিয়ার হয়েছিল।

‘নোরাহ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এটি তাঁর প্রথম সিনেমা। ‘নোরাহ’ সিনেমায় অভিনয়ের পর থেকে সৌদি সিনেমার সম্ভাবনাময় মুখ হিসেবে আলোচিত হচ্ছেন মারিয়া। তাঁর বিপরীতে নাদির চরিত্রে অভিনয় করেছেন সৌদির জনপ্রিয় অভিনেতা ইয়াকুব আলফারহান।

কান উৎসবে প্রথমবার সৌদি সিনেমাকান উৎসবে প্রথমবার সৌদি সিনেমাসৌদির সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিবছর চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে তরুণ নির্মাতারা তাঁদের চিত্রনাট্য জমা দেন। সিনেমা নির্মাণের জন্য নির্বাচিত চিত্রনাট্যকে অনুদান দেয় সৌদি সরকার। ২০১৯ সালে এ প্রতিযোগিতায় জিতেছিল ‘নোরাহ’। সৌদি সরকারের অর্থায়নে পরবর্তী সময়ে সিনেমাটি নির্মাণের সুযোগ পান তৌফিক আলজায়েদি।

নব্বই দশকের সৌদি আরবের সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে 'নোরা'। সে সময় সৌদিতে সঙ্গীত, চিত্রকলাসহ সব ধরনের শিল্প নিষিদ্ধ ছিল। মুভির প্রধান চরিত্র নোরা, গ্রামের অশিক্ষিত মেয়ে। সংসারে বিয়ে করেন। বিয়ের পর তার জীবনে আরও জটিলতা আসে। নোরা এই শৃঙ্খল থেকে মুক্তির চেষ্টা শুরু করে।

এমন পরিস্থিতিতে নোরার সঙ্গে দেখা হয় নাদির। নাদির মূলত একজন চিত্রশিল্পী। সৌদি আরবে সব ধরনের শিল্প নিষিদ্ধ হওয়ার পর তাকে একটি স্কুলে কাজ করতে হয়েছে। নাদিরের সাথে দেখা হওয়ার পর শিল্পের প্রতি নোরার আগ্রহ বেড়ে যায়। উন্নত জীবনের আশায় গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করেন।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে